Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা


জরুরি বিভাগ


সেবা প্রদান পদ্ধতি

জরুরি চিকিৎসার জন্য রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে ফাস্ট এইড দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর অবস্থা জটিল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট যাচাই করে অবস্থা জটিল না হলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যদি অবস্থা আরও জটিল হয় তাহলে রোগীকে ভর্তি করে অন্তঃবিভাগীয় চিকিৎসার ন্যায় সেবা প্রদান করা হয়। আর অন্তঃবিভাগে চিকিৎসা প্রদান সম্ভব না হলে জরুরি বিভাগ থেকেই সরাসরি উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

অবস্থান: ৩ নং (নতুন) ভবনের নীচ তলায়


জরুরি বিভাগে মূলত নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়:

  • সড়ক দূর্ঘটনা, শারীরিক আঘাত, যান্ত্রিক দূর্ঘটনা বা অন্য কোন দূর্ঘটনায় প্রাপ্ত আঘাত
  • পানিতে ডোবা
  • বিষক্রিয়া
  • শ্বাসকষ্ট
  • কুকুর, বিড়াল বা অন্য কোন বন্য প্রাণীর কামড় ও সর্পদংশন
  • হঠাৎ বুকে বা পেটে তীব্র ব্যথা
  • হঠাৎ শরীরের কোন স্থানে তীব্র ব্যথা
  • হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
  • হঠাৎ তীব্র বমি বা ডায়রিয়া
  • অন্য কোন তাৎক্ষণিক তীব্র শারীরিক অসুস্থতা 


বহির্বিভাগ


সেবা প্রদান পদ্ধতি

বহিঃবিভাগে রোগী আসার পর তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অতঃপর রোগীর সমস্যা সাধারণ হলে বহিঃবিভাগীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করে ঔষধ দিয়ে ছেড়ে দেন। আর রোগীর সমস্যা বেশি হলে পরীক্ষার জন্য প্রেরণ করেন। পরীক্ষার রিপোর্ট যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা প্রদান করেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর বক্তব্য শুনে এবং পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসা দেওয়া সম্ভব হলে চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন। আর অবস্থা জটিল হলে ভর্তির পরামর্শ দেন। আর উক্ত হাসপাতালে চিকিৎসা প্রদান সম্ভব না হলে উন্নত চিকিৎসালয়ে রেফার করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ধরণের বহির্বিভাগ রয়েছে। ২ নং ভবনের নীচতলায় রয়েছে বিশেষায়িত বহির্বিভাগ আর ৩ নং ভবনের ২য় ও ৩য় তলায় সাধারণ বহির্বিভাগ রয়েছে।




বিশেষায়িত বহির্বিভাগ (পুরাতন আউটডোর)

অবস্থান: ২ নং ভবনের নীচতলায়

সময়কাল: সাপ্তাহিক, জাতীয় ও নির্বাহী আদেশে ছুটির দিন ব্যতীত অন্যান্য সকল কর্মদিবসে সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০২ঃ৩০ ঘটিকা পর্যন্ত

বিশেষায়িত বহির্বিভাগে মূলত মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রবীণ স্বাস্থ্য সেবা ও অন্যান্য বহির্বিভাগীয় বিশেষায়িত সেবা প্রদান করা হয়ে থাকে (সাপ্তাহিক, জাতীয় ও নির্বাহী আদেশে ছুটির দিন ব্যতীত।


  • কক্ষ নং ১: প্রসব পূর্ব (এএনসি) ও প্রসবোত্তর (পিএনসি) সেবা কর্নার [গর্ভবতী ও প্রসূতি সেবা]
  • কক্ষ নং ২: গর্ভবতী নারীদের আল্ট্রাসনোগ্রাম কর্নার
  • কক্ষ নং ৩: জরায়মুখ ক্যান্সার পরীক্ষা (ভায়া) কর্নার
  • কক্ষ নং ৪: মাতৃদুগ্ধদান কর্নার
  • কক্ষ নং ৫: ফার্মেসি
  • কক্ষ নং ৬: টিকাদান কর্নার
  • কক্ষ নং ৭: অসুস্থ শিশুদের সমন্বিত চিকিৎসা (আইএমসিআই) কর্নার
  • কক্ষ নং ৮: জ্বর কর্নার
  • কক্ষ নং ৯: বয়স্ক সেবা কর্নার
  • কক্ষ নং ১০: দন্ত কর্নার
  • কক্ষ নং ১১: চক্ষু কর্নার [কমিউনিটি আই ভিশন]




সাধারণ বহির্বিভাগ

অবস্থান: ৩ নং (নতুন) ভবনের ২য় ও ৩য় তলায়

সময়কাল: সাপ্তাহিক, জাতীয় ও নির্বাহী আদেশে ছুটির দিন ব্যতীত অন্যান্য সকল কর্মদিবসে সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০২ঃ৩০ ঘটিকা পর্যন্ত

৩ নং ভবনের ২য় ও ৩য় তলায় অবস্থিত সাধারণ বহির্বিভাগে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়। বহির্বিভাগে মেডিকেল অফিসারবৃন্দ সকল প্রকার সেবা প্রদান করে থাকেন। এছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ জুনিয়র কনসালটেন্টবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ সেবা প্রদান করেন। 

বর্তমানে নিম্নোক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এই হাসপাতালে সেবা প্রদান করছেন:


  • প্রসূতি ও স্ত্রীরোগ (গাইনী) বিশেষজ্ঞ
  • সার্জারি বিশেষজ্ঞ
  • এনেস্থেসিয়া বিশেষজ্ঞ


অন্তঃবিভাগ


সেবা প্রদান পদ্ধতি

বহিঃবিভাগ বা জরুরি বিভাগের মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থা জটিল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর তা যাচাই করা হয়। যাচাই অন্তে অবস্থা নিয়ন্ত্রণাধীন হলে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসালয়ে রেফার করা হয়।

৫০ শয্যা বিশিষ্ট বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তবিভাগে মোট চারটি ওয়ার্ড রয়েছে।

  • একটি পুরুষ ওয়ার্ড
  • একটি মহিলা ওয়ার্ড
  • একটি প্রসূতি ও শিশু ওয়ার্ড
  • একটি ডায়রিয়া ওয়ার্ড


উক্ত ওয়ার্ডসমূহে ভর্তি রোগিদের ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়ে থাকে।

এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফদের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবার ব্যবস্থা রয়েছে।

এছাড়া এখানে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের মাধ্যমে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা রয়েছে।


প্যাথলজি বিভাগ


সেবা প্রদান পদ্ধতি

রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসলে বা অন্তঃবিভাগে ভর্তি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের রক্ত, প্রসাব, মল পরীক্ষা, এক্স-রে এবং গর্ভবতী নারীদের আল্ট্রাসনোগ্রাম করা হয়ে থাকে।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল প্যাথলজি ল্যাবরেটরি রয়েছে। এখানে দক্ষ কারিগরি জনবল দারা সরকার নিধারিত মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে।


ছকঃ সরকার নির্ধারিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা:


ক্রমিক নং

                          পরীক্ষার নাম

মূল্য

CBC

১৫০ ৳

TC,DC,ESR,HB%

১৫০ ৳

TC,DC,ESR,HB% (প্রতিটি আলাদা)

৩০ ৳

Platelet

৫০ ৳

Blood Grouping

৫০ ৳

RBS/FBS/2HABF

৬০ ৳

S. Creatinine

৫০ ৳

S. Bilirubin

৬০ ৳

SGPT (Serum Glutamic Pyruvit Transaminase)

৭০ ৳

১০

SGOT (Serum Glutamic Oxaloacetic Transaminase)

৭০ ৳

১১

S. Urea

৫০ ৳

১২

S. Uric Acid

১০০ ৳

১৩

S. Calcium

৮০ ৳

১৪

ALP (Alkaline Phosphatase )

৭০ ৳

১৫

Total Protein

১০০ ৳

১৬

T. Cholesterol

৫০ ৳

১৭

Triglyceride (TG)

৫০ ৳

১৮

High Density Lipoprotein (HDL)

১০০ ৳

১৯

Low Density Lipoprotein (LDL)

১০০ ৳

২০

NS1

১০০ ৳

২১

IgG

১০০ ৳

২২

IgM

১০০ ৳

২৩

ASO Titre

১০০ ৳

২৪

CRP

১৫০ ৳

২৫

RA

৫০ ৳

২৬

Widal

৮০ ৳

২৭

HBsAG

১৫০ ৳

২৮

VDRL

৫০ ৳

২৯

Urine For RME

২০ ৳

৩০

Pregnancy Test (PT)

৮০ ৳


ঔষধ সরবরাহ


সেবা প্রদান পদ্ধতি

রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র নেন এবং ভর্তির প্রয়োজন না হলে ব্যবস্থাপত্র মোতাবেক ডিসপেনসারি থেকে প্রয়োজনীয় ঔষধ নিয়ে বাড়ি চলে যান। রোগীর অবস্থা জটিল হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অন্তঃবিভাগে ভর্তি করা হয় এবং সরবরাহ থাকাসাপেক্ষে ভর্তিকৃত রোগীকে হাসপাতাল থেকে ঔষধ সরবরাহ করা হয়ে থাকে।

অবস্থান: ২ নং ভবনের নীচতলায় (পুরাতন আউটডোর) এর ৫ নং কক্ষ